গ্রেফতার মো. ওমর ফারুক।
চট্টগ্রাম: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বারৈয়ারহাট এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ মো. ওমর ফারুক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুইটি বস্তাভর্তি ৪৯৭ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে বাংলানিউজকে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।
গ্রেফতার মো. ওমর ফারুক খাগড়াছড়ি জেলার রামগড় থানার ফেনীরকুল (সোনাইপুল বাজার) এলাকার মো. ইউনুছের ছেলে।
" src="https://www.banglanews24.com/media/imgAll/2019December/bg/bg0320191226113830.jpg" style="margin:1px; width:100%" />অভিযান পরিচালনাকারী র্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলানিউজকে বলেন, দুইটি বস্তাভর্তি ৪৯৭ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন মো. ওমর ফারুক। এসব মাদক নিয়ে তিনি চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ওমর ফারুক দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও গাঁজা চট্টগ্রামে এনে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।