বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল হাসান শোভন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ গোপটী এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
এমদাদুল হাসান শোভন চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী ২য় প্রকল্পে একটি প্রতিষ্ঠানের অধীনে জুনিয়র ইলেকট্রিক্যাল ডিজাইন প্রকৌশলী পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
কাভার্ডভ্যানের নিচে পড়ে নিহত এমদাদুলের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাশেম বাংলানিউজকে বলেন, রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের সামনে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান মোটরসাইকেল আরোহী এমদাদুল হাসান শোভন। পরে পেছন থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসকে/এসি/টিসি