ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে অব্যাহত থাকবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, ডিসেম্বর ২৭, ২০১৯
চট্টগ্রামে অব্যাহত থাকবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দুপুরে নগরে ঝুম বৃষ্টি। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: শৈত্যপ্রবাহের মাঝেই চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। আগামি ২৪ ঘণ্টা এই পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি শৈত্যপ্রবাহ আরও ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ মো. হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, চট্টগ্রামে আগামি ২৪ ঘণ্টা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানান আবহাওয়াবিদ শেখ মো. হারুনুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।