বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে চান্দগাঁও থানাধীন ওমর আলী মাতব্বর রোডে একটি আস্তানা থেকে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি ছুরি ও দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার মোহাম্মদ কাউছার চান্দগাঁও থানাধীন বাদশা চেয়ারম্যান ঘাটা এলাকার আবদুস সালামের ছেলে, আরিফুল ইসলাম প্রকাশ নয়ন (২৬) একই এলাকার হারুনুর রশিদের ছেলে ও মো. শাহাদাত হোসেন (৩৩) ওমর আলী মাতব্বর রোডের সিরাজুল ইসলামের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বাংলানিউজকে বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসী মোহাম্মদ কাউছারকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত বছরের ২৯ জুলাই চকবাজার থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় কথিত স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ কাউছারকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল চকবাজার থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
এসকে/টিসি