সম্প্রতি কয়েকজন ফ্ল্যাট মালিকের কোতোয়ালী থানায় দেওয়া অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ডেভেলপার প্রতিষ্ঠান কেয়ারী ফ্ল্যাট নির্মাণের কাজ সমাপ্ত ও রেজিস্ট্রেশন করতে না পারায় কেয়ারী খান ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের দায়িত্ব দিয়ে দেয় কাজ সমাপ্ত করার জন্য।
দুই বছর হয়ে গেলেও কাজ শুরু করতে পারেনি কেয়ারী খান ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা।
এ ঘটনায় প্রতিকার চেয়ে কোতোয়ালী থানায় অভিযোগ দিয়েছেন ফ্ল্যাট মালিক আবু তাহের, হারুন চৌধুরী ও রতন কুমার বণিক। অভিযোগগুলো তদন্ত করছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দত্ত।
ফ্ল্যাট মালিক আবু তাহের বাংলানিউজকে বলেন, কাজ সমাপ্ত ও রেজিস্ট্রেশন করতে দায়িত্ব নিয়ে এখনও কাজ শুরু করেননি কেয়ারী খান ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা। তারা আমাদের কাছ থেকে বকেয়া পাওনার পুরোটা তারিখবিহীন চেকে গ্রহণ করেছেন। কাজ করতে না পারলে চেকগুলো ফেরত দেওয়ার কথা ছিল। দুই বছর পার হওয়ায় আমরা চেক ফেরত চাইলে তারা চেকগুলো ফেরত দেননি। আমরা মতো আরও ভুক্তভোগী ফ্ল্যাট মালিক আছেন যারা ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের চেক দিয়ে বিপদে আছি। এসব চেক ডিসঅনার করিয়ে তারা আমাদের নামে মামলাও করতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে কেয়ারী খান ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ফোরকানুল ইসলাম আলমগীর ফোন করা হলেও তিনি সাড়া দেননি। সাধারণ সম্পাদক হাসান মুরাদকে ফোন করা হলে ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কোষাধ্যক্ষ শুকলা সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। শুকলা সাহা বাংলানিউজের কাছে দাবি করেন, নানা জটিলতায় তারা কাজ শুরু করতে পারেননি তারা। ফ্ল্যাট মালিকদের কাছ থেকে গ্রহণ করা চেকগুলো তাদের হেফাজতে রয়েছে। কোনো ফ্ল্যাট মালিক তার চেক ফেরত চাননি।
এসআই অমিতাভ দত্ত বাংলানিউজকে বলেন, কেয়ারী খান ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা চেক গ্রহণ করে কাজ না করার বিষয়ে তিনজন ফ্ল্যাট মালিক অভিযোগ করেছেন। অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
এসকে/টিসি