বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে চান্দগাঁও থানাধীন খাঁজা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত দুইজন হলো- স্থানীয় যুবলীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদ (৩৪) ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন হীরা (২৯)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বলিরহাট এলাকায় গণসংযোগে যান নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে বলেন, যুবলীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদ ও ছাত্রলীগ নেতা ইলিয়াছ উদ্দিনের অনুসারীদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ লাগে। এ ঘটনায় জাবেদুল ইসলাম জাবেদ ও শাহাদাত হোসেন হীরা আহত হয়। জাবেদুল ইসলাম জাবেদ ছুরিকাঘাতে আহত। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আবুল কালাম।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
এসকে/টিসি