চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রিপন নামে এক যুবক খুনের ঘটনায় অভিযুক্ত আসামি এমদাদ (৩৮) পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বায়েজিদের মাঝিরঘোনা এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।
নিহত এমদাদ বায়েজিদের শেরশাহ কলোনীর ফরিদ আহমদের ছেলে।
তিনি হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি।
বায়েজিদ থানার ডিউটি অফিসার এসআই মো. রুবেল বাংলানিউজকে বলেন, মাঝিরঘোনা এলাকায় আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমদাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে পূর্বশত্রুতার জেরে বায়েজিদের শেরশাহ কলোনী এলাকায় ছুরিকাঘাতে খুন হন মো. রিপন নামে এক যুবক।
বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসকে/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।