শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
খুইল্যা মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাজি খুইল্যা মিয়া সাবরাং ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সুলতান আহমদ ও বর্তমান সদস্য সিদ্দিক আহমদের বাবা।
শুক্রবার রাত ৮টায় মরহুমের নামাজে জানাজা সাবরাং আলীর ডেইল জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এসকে/টিসি