শুক্রবার (৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
আসহাবুর রহমান শোয়েব বাংলানিউজকে জানান, প্রথমে গাড়ি ঢোকানোর সময় বাধা দেন একজন আনসার সদস্য।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র সাংবাদিকরা।
ঘটনাস্থল থেকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের ডেপুটি চিফ মাসুদুল হক বাংলানিউজকে জানান, আলোচনার একপর্যায়ে তিন আনসার সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।
তিনি আনসার সদস্যদের হামলা, অশালীন আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী আনসারদের ক্লোজ করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
পৃথক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এ ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এআর/টিসি