ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চসিক সচিবের বাবার মৃত্যুতে মেয়র নাছিরের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, জানুয়ারি ৩, ২০২০
চসিক সচিবের বাবার মৃত্যুতে মেয়র নাছিরের শোক

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব মো. আবু শাহেদ চৌধুরীর বাবা ফরিদ আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় স্ট্রোকজনিত কারণে ফরিদ আহমদ চৌধুরী মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০বছর।

কর্মজীবনে তিনি উখিয়ার কোট বাজার রত্নাপালং আর্দশ উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।

মৃত্যুকালে ছেলে-মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ফরিদ উদ্দিন চৌধুরী।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় কোটবাজার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান মেয়র।

বাংলাদেশ সময়:  ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।