নগরের নাসিরাবাদের কারখানাটির ছাদেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে। শুধু পোশাকে নয়, খাবারেও ছিলো আভিজাত্য।
চট্টগ্রাম: দেড় হাজার পোশাককর্মী। ছেলেদের পরনে একই নকশার পাঞ্জাবি, মেয়ের গায়ে শাড়ি। মালিকের মেয়ের গায়েহলুদ অনুষ্ঠানে নেচে গেয়ে উৎসবে মেতেছেন তারা। মালিক-শ্রমিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে ইন্ডিপেনডেন্ট গার্মেন্টস।
নগরের নাসিরাবাদের কারখানাটির ছাদেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে। শুধু পোশাকে নয়, খাবারেও ছিলো আভিজাত্য।
তিনি বাংলানিউজকে বলেন, আমি যেমন শ্রমিকদের রুটি-রুজির ব্যবস্থা করি তেমনি শ্রমিকরাও আমার রুটি রুজির ব্যবস্থা করে। তারা ছাড়া আমার মেশিনগুলো চলবে কী করে! আমি মনে করি শ্রমিকরাও আমার পরিবারের অংশ। আমার ইচ্ছে ছিলো মেয়ের বিয়ে উপলক্ষে সব শ্রমিককে নিয়ে কিছু একটা করবো। তাই গায়েহলুদ অনুষ্ঠানটিই বেছে নিয়েছি।
‘আমার মেয়ে সাইকা তাফাননুম প্রীতি বিবিএ করার পর আমার সঙ্গে অনেকবার কারখানায় গেছে। তাকে কারখানার নারী শ্রমিকরা খুব পছন্দ করে। গায়ে হলুদ অনুষ্ঠান বলতে গেলে শ্রমিকরাই পরিচালনা করেছে। তারা নেচে, গেয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। আমার মেয়েও খুব খুশি। ’ যোগ করেন এ ব্যবসায়ী নেতা।
আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমি প্রচার চাই না। আমার ইচ্ছে পূর্ণ হয়েছে। আমি সওয়াব পাবো।
জানা গেছে, শ্রমিকরা লক্ষাধিক টাকার গহনা উপহার হিসেবে পরিয়ে দিয়েছে প্রীতিকে।
ঢাকার বারিধারার আসলাম মোল্লা ও রুবিনা মোল্লার ছেলে শফিউল ইসলাম মোল্লার সঙ্গে প্রীতির বিয়ে হচ্ছে। রোববার (৫ জানুয়ারি) নগরের নেভি কনভেনশন সেন্টারে বিয়ের আসর বসবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এআর/টিসি