ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুই দিন থাকবে বৃষ্টি, বাড়বে শীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৭, জানুয়ারি ৪, ২০২০
দুই দিন থাকবে বৃষ্টি, বাড়বে শীত বৃষ্টিতে দুর্ভোগ চট্টগ্রামে। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে টানা দুই দিন গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ বাংলানিউজকে জানান, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ ঘণ্টায় চট্টগ্রামে ১৫ দশমিক ২ মিলি মিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, এদিন চট্টগ্রামে সবোর্চ্চ তাপমাত্রা ছিলো ২৫ ডিগ্রি সেলসিয়াস।

যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৩ ডিগ্রি বেশি।

এ মুহূর্তে শীতের তীব্রতা না থাকলেও টানা দুই দিন গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর চট্টগ্রামে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানান পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের এ আবহাওয়াবিদ।

এদিকে শুক্রবারের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ছুটির দিন অফিস-আদালত বন্ধ থাকলেও নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান ও শপিং সেন্টারগামী লোকজন বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০।
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।