রোববার (৫ জানুয়ারি) দুপুরে নগররে সিনিয়রস ক্লাবে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম আমিন বলেন, জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম থেকে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন।
তিনি বলেন, দেশের বর্তমান অগ্রগতিতে সাংবাদিকদের অবদান রয়েছে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সিনিয়রস ক্লাবের চেয়ারম্যান ডা. সেলিম আকতার চৌধুরী প্রমুখ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিকসহ রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
টিসি