রোববার (৫ জানুয়ারি) ভোরে বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. মামুন বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকা লোক্কার বাড়ির আবদুশ শুক্কুরের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, বুবলি হত্যা মামলায় মো. মামুন নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে পাঁচদিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
গত বছরের ১১ মে বাকলিয়া থানার বলিরহাট এলাকায় ভাইয়ের সঙ্গে শত্রুতার জেরে বোন বুবলি আক্তারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয় তখন।
বুবলি আক্তার হত্যা মামলায় মো. মামুনসহ এখন পর্যন্ত মোট পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে বাংলানিউজকে জানান বাকলিয়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হিমেল রায়।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসকে/টিসি