ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ধর্ষণের অভিযোগে আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
হাটহাজারীতে ধর্ষণের অভিযোগে আটক ২

চট্টগ্রাম: হাটহাজারীতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২১) ও সোলাইমানকে (২২) আটক করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) উত্তর মার্দাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, শনিবার (৪ জানুয়ারি) রাতে কয়েকজন যুবক এক কিশোরীকে অচেতন করে ধর্ষণ করে।

এ ঘটনায় উত্তর মার্দাশা ইউনিয়ন থেকে দুইজনকে আটক করা হয়েছে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।

উত্তর মার্দাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজুর হোসেন চৌধুরী মাসুদ বাংলানিউজকে বলেন, বাবা মারা যাওয়ার পর থেকে মেয়েটি তার পরিবার নিয়ে নানার বাড়ির কাছে একটি ভাড়া বাসায় থাকতো। সন্ধ্যা সাতটার দিকে নানার বাড়ি থেকে নিজের বাসায় যাওয়ার পথে চার যুবক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় মেয়েটির সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে পাশবিক নির্যাতন চালায়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।