ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লিফট ছিঁড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
লিফট ছিঁড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: নগরের ইপিজেড’র একটি পোশাক কারাখানার লিফট ছিঁড়ে আব্দুল মান্নান (৩৩) নামে এক শ্রমিক মারা গেছেন।

রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ইয়ং অ্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান ইপিজেড থানার ৪১ নম্বর ওয়ার্ডের ওয়াহাব চৌধুরী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

তিনি ওই কারখানায় জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিল।

জানা গেছে, কারখানার দোতলা থেকে নিচে নামার সময় লিফটের তার ছিঁড়ে যায়।

এ সময় লিফটের ভেতরে অবস্থান করা মান্নান গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, লিফট ছিঁড়ে আহত এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।