ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুবাইফেরত যাত্রীর কাছে ১৮১ কার্টন সিগারেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
দুবাইফেরত যাত্রীর কাছে ১৮১ কার্টন সিগারেট যাত্রীর কাছ থেকে জব্দ করা ১৮১ কার্টন সিগারেট।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮১ কার্টন সিগারেট, ৩টি মোবাইল সেট ও একটি আইপ্যাড জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম পণ্যগুলো জব্দ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে আসা যাত্রী মো. কামাল উদ্দিনের লাগেজে ১৩২ কার্টন ইজি লাইট ও ৪৯ কার্টন ডানহিল ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

এ ছাড়া ৩টি মোবাইল ও একটি আইপ্যাডও পাওয়া যায় তার কাছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

কামাল উদ্দিনের বাড়ি রাউজান উপজেলায়। আটক পণ্যসামগ্রী কাস্টম আইন অনুযায়ী বিমানবন্দর কাস্টমস্ এর কাছে হস্তান্তর করেছে এনএসআই টিম।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।