রোববার (৫ জানুয়ারি) রাতে দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত দু’জনকে আসামি করে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করা হয়।
আসামিরা হলো- সাইফুল ইসলাম (২১) ও সোলাইমান (২২)।
মামলার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বাংলানিউজকে বলেন, রোববার রাতে কিশোরীর ভাই বাদি হয়ে মামলা দায়ের করেন। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান বাংলানিউজকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অজ্ঞাত দুইজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এর আগে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে রোববার বিকেলে হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে সাইফুল ইসলাম এবং সোলাইমানকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমএম/এসি/টিসি