ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোছলেমের সমর্থনে গণসংযোগ সুজনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
মোছলেমের সমর্থনে গণসংযোগ সুজনের ৫নং মোহরা ওয়ার্ডের চর রাঙ্গামাটিয়া এলাকায় গণসংযোগ করছেন খোরশেদ আলম সুজন।

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদের পক্ষে গণসংযোগ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

সোমবার (৬ জানুয়ারি) মোহরা ওয়ার্ডের চর রাঙ্গামাটিয়া এলাকায় গণসংযোগ করেন তিনি। খোরশেদ আলম সুজন উপ-নির্বাচনে মহানগর আওয়ামী লীগ কর্তৃক ৫নং মোহরা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত।

খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রাম-৮ আসনের জনগণের জন্য সৌভাগ্যের দিন হিসেবে আবির্ভূত হবে ১৩ জানুয়ারি। এ আসনের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি উন্নয়নের আলোয় উদ্ভাসিত হতে চান নাকি অন্ধকার যুগে ফিরে যেতে চান।

নৌকা মার্কার প্রার্থী একজন পোড় খাওয়া রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ। নৌকা মার্কায় ভোট দিলে এ অঞ্চলের অসমাপ্ত কাজ দ্রুততার সাথে সম্পন্ন হয়ে যাবে।

তিনি বলেন, ধানের শীষের প্রার্থী নিশ্চিত ভরাডুবি জেনে বিভিন্ন অজুহাত সৃষ্টি করছেন। কাল্পনিক অজুহাত তৈরী করে নির্বাচনের পরিবেশকে নষ্ট করার অপতৎপরতায় চালাচ্ছেন। এদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, মহানগর আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন ইকবাল, মোহাম্মদ আবু তাহের, মোহরা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ রফিকুল আলম, যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জসীম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুকসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।