রোববার (০৫ জানুয়ারি) রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদের পক্ষে সিনিয়র পারসোনাল অফিসার তৈাষিয়া আহমেদ এ চিঠি দেন।
পূর্বাঞ্চলের বিভাগীয় প্রধান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক চট্টগ্রাম ও ঢাকা, পাহাড়তলীর রেলওয়ের ব্যবস্থাপক, বিভাগীয় পারসোনাল অফিসার চট্টগ্রাম ও ঢাকা এবং পূর্বাঞ্চলের সিনিয়র ওয়েলফেয়ার কর্মকর্তার বরাবর ওই চিঠি দেওয়া হয়।
রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগের ক্ষেত্রে ১৯৮৫ সালের জারিকৃত নিয়োগবিধি ও ১৯৬১ সালে প্রণীত কোড অনুসরণ প্রসঙ্গে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত চায় রেলপথ মন্ত্রণালয়। ওই বছরের ১৬ অক্টোবর এর জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ১৯৮৫ সালের নিয়োগবিধির অধীন রেলে কোনো নিয়োগ কার্যক্রম গ্রহণের সুযোগ নেই।
পূর্বাঞ্চলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, কয়েকটি দফতরে নিয়োগ ও পদোন্নতির বিজ্ঞপ্তির তোড়জোড় শুরু হওয়া নতুন করে এ নির্দেশনা দেয় রেলপ্রশাসন।
সিনিয়র পারসোনাল অফিসার তৈাষিয়া আহমেদ বাংলানিউজকে বলেন, নতুন করে যাতে কেউ নিয়োগ ও পদোন্নতির বিজ্ঞপ্তি না দেয়, সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়। ইতোমধ্যে সব দফতরকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
জেইউ/টিসি