ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্রসহ গ্রেফতার চার সন্ত্রাসীর ২ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
অস্ত্রসহ গ্রেফতার চার সন্ত্রাসীর ২ দিনের রিমান্ড ফাইল ফটো

চট্টগ্রাম: হাটহাজারীর সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, গুলিসহ গ্রেফতার সন্ত্রাসী মো. সুমন ও তার তিন সহযোগীকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

চার আসামি হলেন- হাটহাজারীর ফরহাদাবাদ এলাকার মুজিবুল হকের ছেলে মো. সুমন (৩৬), মির্জাপুর এলাকার নোয়া মিয়ার ছেলে মো. আসাদুল্লাহ (২৬), একই এলাকার মো. আবদুল মান্নানের ছেলে মো. আরিফ (২০) ও রফিকুল ইসলামের ছেলে মো. জাহেদ (২০)।

এদের মধ্যে মো. সুমন চিহ্নিত ভূমিদস্যু, চাঁদাবাজ, অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী। সুমনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছিল র‌্যাব।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী বাংলানিউজকে বলেন, হাটহাজারী থেকে অস্ত্রসহ গ্রেফতার চার আসামিকে দুইদিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। পুলিশ আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন করেছিল।

গত ২ জানুয়ারি সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. সুমন (৩৬) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করে ‌র‌্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ছয়টি অস্ত্র, ১৪ রাউন্ড গুলি, তিনটি ছুরি, দুইটি কিরিচ ও বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।