সোমবার (৬ জানুয়ারি) রাতে নগরের ৫নম্বর মোহরা ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন মঠ-মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোছলেম উদ্দিন বলেন, একসময় নির্বাচন এলে সনাতনী সম্প্রদায় উদ্বিগ্ন থাকতো।
সুকুমার চৌধুরীর সভাপতিত্বে মোহরায় মতবিনিময় সভা সঞ্চালনা করেন সঞ্জীব ভট্টাচার্য্য বাবু। আশীর্বাদক ছিলেন শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ মহারাজ। গীতা পাঠ করেন মঙ্গল প্রভু।
সভায় প্রধান বক্তা ছিলেন অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, খোরশেদ আলম সুজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক দিলীপ চৌধুরী, দিপক দেওয়ানজী, সাধন দাশ, আলী রিয়াজ রক্সী, মো. এসকান্দর, মো. ফয়সাল, অ্যাডভোকেট শিবু মজুমদার, রানা মজুমদার, সানু বিশ্বাস চন্দন, সমীরন মল্লিক, অমিত চৌধুরী, নিউটন কুমার মজুমদার, একান্ত সেন অর্ঘ্য, সমীরন দাশ, শুভ দেবনাথ, পলাশ দাশ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসি/টিসি