ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধে নৌকায় ভোট দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধে নৌকায় ভোট দিন বক্তব্য দেন মোছলেম উদ্দিন আহমদ।

চট্টগ্রাম: সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধে ১৩ জানুয়ারি উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন মোছলেম উদ্দিন আহমদ।

সোমবার (৬ জানুয়ারি) রাতে নগরের ৫নম্বর মোহরা ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন মঠ-মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোছলেম উদ্দিন বলেন, একসময় নির্বাচন এলে সনাতনী সম্প্রদায় উদ্বিগ্ন থাকতো।

ভোটকেন্দ্রে যাওয়া তো দূরের কথা, তাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুটতরাজ, এমনকি প্রাণেও মেরে ফেলা হতো। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির সুবাতাস বইছে।
সনাতন ধর্মাবলম্বীরা মন খুলে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছে। দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আড়ম্বরতাই প্রমাণ করে, শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির ধারক-বাহক।

সুকুমার চৌধুরীর সভাপতিত্বে মোহরায় মতবিনিময় সভা সঞ্চালনা করেন সঞ্জীব ভট্টাচার্য্য বাবু। আশীর্বাদক ছিলেন শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ মহারাজ। গীতা পাঠ করেন মঙ্গল প্রভু।

সভায় প্রধান বক্তা ছিলেন অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, খোরশেদ আলম সুজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক দিলীপ চৌধুরী, দিপক দেওয়ানজী, সাধন দাশ, আলী রিয়াজ রক্সী, মো. এসকান্দর, মো. ফয়সাল, অ্যাডভোকেট শিবু মজুমদার, রানা মজুমদার, সানু বিশ্বাস চন্দন, সমীরন মল্লিক, অমিত চৌধুরী, নিউটন কুমার মজুমদার, একান্ত সেন অর্ঘ্য, সমীরন দাশ, শুভ দেবনাথ, পলাশ দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।