ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ইভিএম প্রস্তুতি পরিদর্শনে সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, জানুয়ারি ৭, ২০২০
চট্টগ্রামে ইভিএম প্রস্তুতি পরিদর্শনে সিইসি চট্টগ্রামে ইভিএম প্রস্তুতি পরিদর্শনে সিইসি

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনের প্রস্তুতি এবং ইভিএম প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় বোয়ালখালীর বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ে ইভিএম প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় সিইসি কে এম নুরুল হুদা ভোটারদের সঙ্গে কথা বলেন।

ইভিএম ব্যবহার নিয়ে ভোটারদের মতামত নেন। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের প্রস্তুতিতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেচুর রহমান, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসার হাসানুজ্জামান, অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা আতাউর রহমান, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।