ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অভয়মিত্র ঘাট উদ্বোধন করলেন মেয়র নাছির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
অভয়মিত্র ঘাট উদ্বোধন করলেন মেয়র নাছির অভয়মিত্র ঘাটের ফলক উন্মোচন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: কর্ণফুলী পাড়ের ঐতিহ্যবাহী অভয়মিত্র ঘাটের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নতুন আঙ্গিকে নির্মিত ঘাটটির ফলক উন্মোচন করেন তিনি।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

বক্তব্য দেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী, কর্ণফুলী নদী গবেষক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক আলিউর রহমান, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমদ (রাজা), কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি এসএম পেয়ার আলী, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ।

মেয়র বলেন, দেশের প্রতিটি পেশাকে স্বমহিমায় টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় পাটনিজীবী আইন সুরক্ষার মাধ্যমে কর্ণফুলীর সাম্পান মাঝিদের স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে চসিক।

তিনি বলেন, এখন কোনো ধনী ব্যবসায়ী বা প্রভাবশালী নয় সাম্পান মাঝিদের সমিতিগুলো ঘাট ইজারা নিয়ে তা পরিচালনা করছে। মাঝিদের প্রদত্ত টেন্ডার মূল্যের চার গুণ বেশি দিয়ে অন্যরা ঘাট ইজারা নেওয়ার চেষ্টা করেছে। কিন্ত আমি তা হতে দিইনি। তৃতীয়পক্ষ ইজারাদার না থাকায় এখন সাম্পান মাঝিরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।

মেয়র দু’পারে বসবাসরত মানুষদের সুবিধার্থে অভমিত্রঘাটের বিপরীত পাড়ে আরেকটি ঘাট নির্মাণের ঘোষণা দেন।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।