ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মেট্রোপলিটান আঞ্চলিক শাখার শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম: নগরের ষোলশহর রেলস্টেশন, প্রবর্তক মোড়, ওয়াসা মোড়ে  দুইশ’ দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মেট্রোপলিটান আঞ্চলিক শাখা।

মেট্রোপলিটান আঞ্চলিক শাখার সভাপতি জসীম আহমেদের নেতৃত্বে এ কর্মসূচিতে বিশেষ অতিথি দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। সংগঠন সভাপতি জসীম আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএইচআরসি চট্টগ্রাম মেট্রোপলিটান আঞ্চলিক শাখার সহ সভাপতি বোরহানুদ্দিন সাহেদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম ইশতিয়াক উর রহমান, সহ সম্পাদক গোলাম সরোয়ার, দপ্তর সম্পাদক লায়ন মাহফুজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, আইন বিষয়ক সম্পাদক কায়সুল হক, সহ আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব, নারী বিষয়ক সম্পাদিকা আঁখি মজুমদার, কার্যনির্বাহী সদস্য জাবেদুর রহিম, জালাল হোসেন, রাজু আহমেদ প্রমুখ।

জসীম আহমেদ বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মেট্রোপলিটন সবসময় দরিদ্র মানুষের অধিকার রক্ষার জন্যে কাজ করে এসেছে। অধিকার রক্ষার পাশাপাশিও আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কাজ অনেক আগে থেকেই করে আসছি, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি।

তিনি সমাজের সর্বস্তরের মানুষকে এই হাড় কাঁপানো শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়:  ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।