বুধবার (৮ জানুয়ারি) ভোরে নগরের শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এহেসানুল্লাহ প্রকাশ তুহিনের প্রাইভেট কারের বাম দরজার ভেতর বিশেষ কৌশলে লুকানো ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার এহেসানুল্লাহ প্রকাশ তুহিন চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার দলদলিয়া এলাকার আতাউর রহমানের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) উপ-পরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান বাংলানিউজকে বলেন, কক্সবাজারের উখিয়া কোট বাজার থেকে প্রাইভেট কারের দরজার ভেতর লুকিয়ে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসার সময় মো. এহেসানুল্লাহ প্রকাশ তুহিন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এহেসানুল্লাহ প্রকাশ তুহিন এর আগের একই কায়দায় চট্টগ্রামে ইয়াবা নিয়ে এসেছিলেন বলে জানান এসআই মো. মোমিনুল হাসান।
এ ঘটনায় এহেসানুল্লাহ প্রকাশ তুহিন, সালাউদ্দিন প্রকাশ সবুজ ও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসকে/টিসি