ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রাইভেট কারের দরজায় করে আনেন ইয়াবা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
প্রাইভেট কারের দরজায় করে আনেন ইয়াবা! গ্রেফতার এহেসানুল্লাহ প্রকাশ তুহিন

চট্টগ্রাম: কক্সবাজারের উখিয়া থেকে প্রাইভেট কারের দরজার ভেতর লুকিয়ে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসার সময় মো. এহেসানুল্লাহ প্রকাশ তুহিন (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে নগরের শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এহেসানুল্লাহ প্রকাশ তুহিনের প্রাইভেট কারের বাম দরজার ভেতর বিশেষ কৌশলে লুকানো ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি (চট্টমেট্রো-গ-১১-৩৯০৪) জব্দ করা হয়েছে।

গ্রেফতার এহেসানুল্লাহ প্রকাশ তুহিন চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার দলদলিয়া এলাকার আতাউর রহমানের ছেলে।

তিনি নগরের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় বসবাস করেন।

নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) উপ-পরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান বাংলানিউজকে বলেন, কক্সবাজারের উখিয়া কোট বাজার থেকে প্রাইভেট কারের দরজার ভেতর লুকিয়ে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসার সময় মো. এহেসানুল্লাহ প্রকাশ তুহিন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এহেসানুল্লাহ প্রকাশ তুহিন এর আগের একই কায়দায় চট্টগ্রামে ইয়াবা নিয়ে এসেছিলেন বলে জানান এসআই মো. মোমিনুল হাসান।

এ ঘটনায় এহেসানুল্লাহ প্রকাশ তুহিন, সালাউদ্দিন প্রকাশ সবুজ ও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।