ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বৌদ্ধ ধর্মগুরু ড. ধর্মসেনের শয্যাপাশে ব্যারিস্টার বিপ্লব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
বৌদ্ধ ধর্মগুরু ড. ধর্মসেনের শয্যাপাশে ব্যারিস্টার বিপ্লব ড. ধর্মসেন মহাস্থবিরের শয্যাপাশে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

চট্টগ্রাম: বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বুধবার (০৮ জানুয়ারি) তিনি নগরের রয়েল হাসপাতালে অসুস্থ সংঘরাজের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরকে দেখতে এসেছি।

সংঘরাজের চিকিৎসা সমন্বয়কারী সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণবের কাছে তিনি চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ডা. আ ম ম মিনহাজুর রহমান, ডা. কল্যাণ বড়ুয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রাহুল বড়ুয়া, আওয়ামীলীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া, কানন বড়ুয়া, ব্যাংকার অমরজিত বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।