বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
বৃহস্পতিবার বাদ আসর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে দ্বিতীয় ও বাদ জুমা রাউজানের গহিরা গ্রামের বাড়িতে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মরহুমা বেগম খালেদা হারুন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনার মাতা।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসকে/টিসি