স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিটিভি'র অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’
চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বিশেষ আলোচনা অনুষ্ঠান 'মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু' ধারণ করা হয়েছে।
সাংবাদিক কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী।
কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১০ জানুয়ারি রাত ৯টায়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমএম/টিসি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।