ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোছলেমের সমর্থনে গণসংযোগ শাহজাদা মহিউদ্দিনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
মোছলেমের সমর্থনে গণসংযোগ শাহজাদা মহিউদ্দিনের মোছলেমের সমর্থনে গণসংযোগ শাহজাদা মহিউদ্দিনের

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদের পক্ষে গণসংযোগ করেছেন সাবেক ছাত্রনেতা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চান্দগাঁও, খাজা  রোড, পাক্কা দোকান, চৌধুরী স্কুল রোড এলাকায় প্রচারণা চালান তিনি।

আগামি ১৩ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদকে ভোট দিতে অনুরোধ জানান শাহজাদা মহিউদ্দিন।

এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন, কে এম শহীদুল কাউসার, দীর্ঘতম বড়ুয়া দীঘু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ইয়াছির আরাফাত, মুকছুদ আলী, রাশেদুল আরেফিন জিসান, মহিউদ্দিন মাহী, মো সালাউদ্দিন, তারেক ইকবাল, মো আনোয়ার, শওকতুল ইসলাম, ফরহাদুল ইসলাম, পিকু সেন, রিদুয়ান লাভলু, এসএম হুমায়ুন কবির, ওসমান গনি, রিদওয়ানুল কবির সজীব, হেমায়েতুল ইসলাম খান মুন্না, ইফতেখার হোসাইন, মঞ্জুরুল করিম, মহিউদ্দিন সিহাব, রিজাদানুল হক টিপু, রবিউল হোসেন বাধন, রাহুল মিত্র বাপ্পা, আদনান কোরেশীসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।