ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেঁয়াজ ও মাছের দামে অস্বস্তি

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
পেঁয়াজ ও মাছের দামে অস্বস্তি ফাইল ফটো

চট্টগ্রাম: বাজারে শীতকালীন সবজির দাম নাগালের মধ্যে থাকলেও পেঁয়াজ ও মাছের দাম বেড়েছে। অপরিবর্তিত আছে মাংসের দাম।

শুক্রবার (১০ জানুয়ারি) রেয়াজউদ্দিন বাজারে গত সপ্তাহের তুলনায় একটু বেশি দামেই বিক্রি করা হচ্ছে সামুদ্রিক ও দেশি মাছ।

মাঝারি আকারের রুই প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকা, কাতাল ২৪০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, পাবদা ৫৫০ টাকা, কৈ ৪০০ টাকা, চিংড়ি ৪৫০-৫০০ টাকা, রূপচাঁদা ৬৫০ টাকা, পুঁটি ৪০০ টাকা, মাগুর ৫৫০ টাকা, কাচকি ৪৫০ টাকা, লইট্ট্যা ১০০-১২০ টাকা, সুরমা ২০০-২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে খুচরা বাজারে ছোট দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়।

তুরস্ক, চায়না ও মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

ফাইল ফটোঅপরদিকে সবজির বাজারে ফুলকপি ৩০-৩৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, টমেটো ৬০ টাকা, নতুন আলু ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, শসা ২৫ টাকা, লাউ ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, গাজর ৩০ টাকা, মুলা ২৫ টাকা, বরবটি ৪০ টাকা, শিম ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, বেগুন ৩০ টাকা, শিমের বিচি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

পাশাপাশি গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ৭৪০-৮০০ টাকা, ব্রয়লার মুরগি ১২০ টাকা, সোনালী ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের ডিম প্রতি ডজন ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।