শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার প্যারেড গ্রাউন্ডে ‘কাউন্ট ডাউন ক্লক’ উদ্বোধনের পর চট্টগ্রামে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২টা থেকে জিমনেশিয়াম মাঠে আসতে শুরু করেন সর্বস্তরের মানুষ।
বিকেল ৩টার আগেই জিমনেশিয়াম মাঠ মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে।
ক্ষণগণনা অনুষ্ঠানকে কেন্দ্র করে জিমনেশিয়াম মাঠ ও আশেপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিলভাবে।
ক্ষণগণনা অনুষ্ঠানে আসা লোকজন যাতে সড়কে দাঁড়িয়েও সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনতে পারেন, সেজন্য স্থাপন করা হয়েছে একাধিক জায়ান্ট স্ক্রিন। বন্ধ করে দেওয়া হয়েছে কাজীর দেউড়ি মোড় থেকে লালখান বাজার মোড় সড়ক।
চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে ‘কাউন্ট ডাউন ক্লক’ উদ্বোধন করবেন। এরপর সারাদেশের সঙ্গে চট্টগ্রামেও মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হবে।
এ জন্য পুরাতন নগর ভবনের সামনে ‘এ’ ক্যাটাগরির একটি, সার্কিট হাউজের সামনে, আদালত ভবনের সামনে এবং শাহ আমানত সেতু এলাকায় ‘বি’ ক্যাটাগরির তিনটি ‘কাউন্ট ডাউন ক্লক’ বসানো হয়েছে।
সন্ধ্যায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় ব্যান্ড সোলস্, শিল্পী ঐশী এবং চট্টগ্রামের শিল্পীরা এতে সংগীত পরিবেশন করবেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমআর/এসি/টিসি