ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুলায় ম্যাচ জ্বালাতেই আগুন, দগ্ধ ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
চুলায় ম্যাচ জ্বালাতেই আগুন, দগ্ধ ১

চট্টগ্রাম: সকালে পানি গরম করতে চুলার ওপর ম্যাচের কাঠি জ্বালাতেই আগুন ধরে যায় পুরো রান্নাঘরে। সেই আগুনে পুড়ে আহত হয়েছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানার ১ নম্বর সড়কের ৩ নম্বর প্লটের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়।

কিন্তু তার আগেই স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলেন এবং আহতকে উদ্ধার করে বেসরকারি ডেল্টা হাসপাতালে ভর্তি করেন।

গ্যাস লাইনের বা চুলার লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বাংলানিউজকে জানান, সকালে স্নানের জন্য পানি গরম করতে চুলা জ্বালাতে গেলে পরিচালক স্যার দগ্ধ হন। ডেল্টা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।