চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, আগামীকাল সকাল ৯টায় শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। তাছাড়া ভোটের দিন সাধারণ ভোটাররা যাতে সুন্দরভাবে ভোট প্রদান করতে পারে সে জন্য প্রতিটি কেন্দ্রে মক ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। গত ২৩ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। মোট কেন্দ্র রয়েছে ১৮৯টি। এবারই প্রথম এ আসনে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে।
গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমএম/টিসি