ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মো. আলমগীর হোসেন (২৪) এবং অন্যজনের নাম শহিদুল ইসলাম (২৭)।

তাদের বাড়ি কুমিল্লায়।

বারআউলিয়া হাইওয়ে থানার এএসআই মো. শফিউল্লাহ বলেন, নিহত দুজন দুটি মোটরসাইকেলে ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বন্দরের দিকে যাওয়ার সময় ঢাকামুখী গাড়ি তাদের ধাক্কা দেয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, ডিআইজি’র প্রটোকলের দায়িত্বে ছিলেন কনস্টেবল আলমগীর। কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন। একই স্থানে দুর্ঘটনায় শহিদুল ইসলামও আহত হন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।