ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চবির ৮ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চবির ৮ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী স্বর্ণপদক’র জন্য মনোনীত দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীর নাম।

২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক’র জন্য এসব কৃতি শিক্ষার্থীদের মনোনীত করা হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রধানমন্ত্রীর স্বর্ণপদক-২০১৮'র জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে।

তালিকায় স্থান পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী হলেন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইসরাত জাহান, একাউন্টিং বিভাগের শামীম আক্তার, আরবি বিভাগের মোহাম্মদ ঈসা, ফার্মেসি বিভাগের শর্মিষ্ঠা মিত্র, অ্যাপ্লাইড কেমেস্ট্রি অ্যান্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিজিৎ বড়ুয়া, মেডিসিন বিভাগের তাফাজ্জুল হোসেন ভূঁইয়া, অর্থনীতি বিভাগের পূজা ভট্টাচার্য এবং আইন বিভাগের আবু বকর ছিদ্দিক।

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে ইউজিসি 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' প্রদান করে আসছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।