আসামিদের নিয়ে ভোট কেন্দ্র অস্থিতিশীল করতে চায় বিএনপি
চট্টগ্রাম: বিএনপি মামলার আসামিদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে পশ্চিম মোহরা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল।
তাদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কানাডার ফেডারেল কোর্ট বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে। ইতোমধ্যে আমরা বিভিন্ন এলাকা থেকে খবর পাচ্ছি আসামি এবং সন্ত্রাসীদের ভোট কেন্দ্রের আশেপাশে এনে জড়ো করছে তারা।
তাদের সুষ্পষ্ট উদ্দেশ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভোট কেন্দ্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ রফিকুল আলম, যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জসীম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক প্রমুখ।
বাংলদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এমএম/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।