শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রামের বিভিন্ন স্থানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম: আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেছেন, বাঙালি জাতির সৌভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো এমন একজন নেতা পেয়েছিলেন আর দুর্ভাগ্য তাকে অকালে হারানো। আমাদের সকলকে মুজিবের আদর্শ লালন করতে হবে।’
শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রামের বিভিন্ন স্থানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে যাত্রা পথে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু’র এবং প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সাতকানিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আয়োজনে বক্তব্য দেন তিনি। এর আগে পটিয়া, চন্দনাইশ ও লোহাগাড়ার আমিরাবাদে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এমএম/টিসি