ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সৌভাগ্য বঙ্গবন্ধুকে পাওয়া, দুর্ভাগ্য অকালে হারানো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
সৌভাগ্য বঙ্গবন্ধুকে পাওয়া, দুর্ভাগ্য অকালে হারানো আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া

চট্টগ্রাম: আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেছেন, বাঙালি জাতির সৌভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো এমন একজন নেতা পেয়েছিলেন আর দুর্ভাগ্য তাকে অকালে হারানো। আমাদের সকলকে মুজিবের আদর্শ লালন করতে হবে।’

শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রামের বিভিন্ন স্থানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিবের সমাধিতে ফুল দেয়ার পর সই করছেন বিপ্লব বড়ুয়া।                     <div class=

" src="https://www.banglanews24.com/media/imgAll/2019December/bg/3333320200111202243.jpg" style="margin:1px; width:100%" />বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর অবদান আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু মুখে নয়, বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শের চর্চা করতে হবে।

এর আগে যাত্রা পথে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু’র এবং প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনপরে সাতকানিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আয়োজনে বক্তব্য দেন তিনি। এর আগে পটিয়া, চন্দনাইশ ও লোহাগাড়ার আমিরাবাদে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০

এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।