ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভোগান্তি কমবে বিদেশগামীদের, করোনা পরীক্ষার অনুমতি পেল শেভরণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
ভোগান্তি কমবে বিদেশগামীদের, করোনা পরীক্ষার অনুমতি পেল শেভরণ  ফাইল ছবি।

চট্টগ্রাম: বিদেশগামীদের নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছে বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি।  

রোববার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

তিনি বাংলানিউজকে বলেন, গতকাল এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে শেভরণকে বিদেশগামীদের নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে আরও ল্যাবকে অনুমতি দেওয়া হবে।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেডের জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল বাংলানিউজকে বলেন, আমরা অনুমতি পেয়েছি। কার্যক্রম শুরু করতে কয়েকদিন সময় লাগবে। মন্ত্রণালয় থেকে নির্দেশ রয়েছে বিদেশগামীদের পরীক্ষা আলাদাভাবে করতে হবে। তাই আলাদা করে সবকিছুর ব্যবস্থা করতে হচ্ছে।  

এদিকে বিদেশগামী যাত্রীরা বলছেন, দুটি ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় ভোগান্তি কমানো সম্ভব না। আরও কয়েকটি ল্যাবে নমুনা পরীক্ষার অনুমতি দিলে যাত্রীদের ভোগান্তি কমবে। নমুনা পরীক্ষা নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের অব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন তারা।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।