ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলীর দায়িত্ব নিলেন বোরহান উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, ফেব্রুয়ারি ১০, ২০২১
পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলীর দায়িত্ব নিলেন বোরহান উদ্দিন

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী পদে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী বোরহান উদ্দিন। বুধবার (১০ ফেব্রুয়ারি) তিনি নগরের সিআরবির দফতরে অফিস শুরু করেন।

বোরহান উদ্দিন এর আগে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপকের (ডিআরএম চট্টগ্রাম) দায়িত্ব পালন করেন। পরে ঢাকার রেলভবনে উপ-প্রকল্প পরিচালক পদে তাকে বদলি করা হয়।

সেখানে পদোন্নতি পেয়ে প্রধান যান্ত্রীক প্রকৌশলীর (উন্নয়ন ও প্রকল্প পরিচালক) দায়িত্ব পালন করেন।

গত ৪ ফেব্রুয়ারি তাকে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়।  

বোরহান উদ্দিন রেলওয়ের উন্নয়নে কাজ করে যাবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।