ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে করোনা আক্রান্ত ১০ জন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে করোনা আক্রান্ত ১০ জন  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। এইদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

এসময়ে ১৪টি উপজেলার মধ্যে আনোয়ারা ও হাটহাজারীতে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে  ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।  

চবি ল্যাবে ১২৮টি নমুনার মধ্যে ৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৫০৮টি নমুনা পরীক্ষা করে ১ জন, চমেক ল্যাবে ৮৬টি নমুনার মধ্যে ৪ জন, সিভাসু ল্যাবে ২৪টি নমুনার মধ্যে ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬৭টি নমুনার মধ্যে ১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯২৮ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ২২৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৮ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।