ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোর্ট হিলের ঝুঁকিপূর্ণ স্থাপনা সরাতে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
কোর্ট হিলের ঝুঁকিপূর্ণ স্থাপনা সরাতে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন কোর্ট হিল থেকে ঝুঁকিপূর্ণ স্থাপনা সরাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুরক্ষা বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।  

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে জানানো হয়, চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংক ভবনের সীমানা দেয়াল ঘেঁষে ঝুঁকিপূর্ণ স্থাপনা নির্মিত হয়েছে। কেপিআই নিরাপত্তা নীতিমালা ২০১৩ অনুসারে বাংলাদেশ ব্যাংকের এ ভবন ১(ক) শ্রেণিভুক্ত মর্মে পত্রে উল্লেখ করে ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণের অনুরোধ করা হয়েছে।

কেপিআই নিরাপত্তা নীতিমালা-২০১৩ এর অনুচ্ছেদ ৪.২৮.২-এ কেপিআই জরিপ কমিটির কার্যপরিধিতে ১(ক) শ্রেণিভুক্ত স্থাপনাগুলো বছরে দুইবার পরিদর্শনের বিষয়টি উল্লেখ আছে।

এ অবস্থায় কেপিআই নীতিমালা-২০১৩ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad