ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিচালনার সনদ পেল প্রিমিয়ার ইউনিভার্সিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
পরিচালনার সনদ পেল প্রিমিয়ার ইউনিভার্সিটি

চট্টগ্রাম: চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ীভাবে ক্যাম্পাস স্থাপন ও পরিচালনা সনদ পেয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি।  

বুধবার (২৯ ডিসেম্বর) প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরাবর শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০- এর ১০ ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় প্রিমিয়ার ইউনিভার্সিটিকে এই সনদ প্রদান করেন।  

প্রিমিয়ার ইউনিভার্সিটি ২০১২ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন পায়।

এর আগে ২০০২ সালের জানুয়ারি মাসে শিক্ষা কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়টি। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের মানুষের উচ্চশিক্ষার চাহিদা পূরণের উদ্দেশ্যে তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শুরুতে ২টি অনুষদের অধীনে বিভাগ ছিল ৩টি। বর্তমানে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৬টি অনুষদের অধীনে ১৩টি বিভাগ।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।