ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে কারচুপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
বাঁশখালীতে কারচুপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

চট্টগ্রাম: বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র পদের মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।  

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

  

মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করা মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী বাংলানিউজকে বলেন, বাইরে সুষ্ঠু থাকলেও কেন্দ্র দখলে নিয়ে ভোট প্রদান করছে নৌকার প্রার্থীর অনুসারীরা। সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি।

সবগুলো কেন্দ্রে কাউন্সিলর পদে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হলেও মেয়র পদে কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে আমার এজেন্টরা প্রতিবাদ করলে তাদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।  

তিনি বলেন, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সামনেই ভোট প্রদান করলেও নিরব ভূমিকা পালন করছে প্রশাসন।  প্রতিবাদ করলে প্রিজাইডিং অফিসার আমাকে বলেছেন, ‘আচ্ছা ঠিক আছে, আর দিবে না। ’ 

এর আগে সকাল থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয় বাঁশখালী পৌরসভা নির্বাচনে।

মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি ভোটকেন্দ্রে ৮৭টি কক্ষে ২৬ হাজার ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।