ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আমরা ক’জন মুজিব সেনার সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জানুয়ারি ১৬, ২০২২
আমরা ক’জন মুজিব সেনার সভা  ...

চট্টগ্রাম: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম জেলা ও মহানগর এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম শিল্পকলা একাডেমি হলে অনুষ্ঠানে প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, জাতির পিতার প্রত্যাবর্তনই ছিল বাংলাদেশের বিজয়ের পূর্ণতা।

বঙ্গবন্ধু দেশে ফেরার পরেই বাঙালি জাতি স্বাধীনতার পরিপূর্ণতা অর্জন করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হয়েছিল। মুজিব সেনার প্রত্যেক কর্মীকে মুজিব আদর্শের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
  

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফের পক্ষে লিখিত বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইফতেখার আরিফ।  

কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা সংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির রোকন, আবদুর রশিদ লোকমান, ইমতিয়াজ উদ্দিন, সংগঠনের জেলা সদস্য জাহাংগীর আলম আরজু, শামিম ওয়ারিশ, তানবিন তারেক, কাইচার শুভ, আমরা ক’জন মুজিব সেনা সীতাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক মো. রায়হান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সদস্য জাহিদ হোসেন রনি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।