ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শহীদ আসাদের আত্মত্যাগ প্রেরণার উৎস 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
শহীদ আসাদের আত্মত্যাগ প্রেরণার উৎস  ...

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের প্রজন্ম -বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে শহীদ আসাদ দিবস পালন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) নগরের সংগঠন কার্যালয়ে সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী।

যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, ডা. ফজলুল হক সিদ্দিকী, সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি মো. কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, সোহেল ইকবাল, এমএ হাসান, ইমরান হোসেন মুন্না, কোহিনুর আকতার, এসএম রাফি, ইয়াছিন আল হামিদ, সেলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, পাকিস্তানি স্বৈরশাহীর বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে ১৯৬৯ এর ২০ জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ আসাদুজ্জামানের মৃত্যুর পর তিন দিনের শোক পালন শেষে ২৪ জানুয়ারি বঙ্গবন্ধুর ৬ দফা ও ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফার ভিত্তিতে রাজপথে বাংলার মানুষের বাঁধভাঙা জোয়ারে সংগঠিত হয় ঐতিহাসিক গণঅভ্যুত্থান। বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রামে শহীদ আসাদের আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণার অফুরান উৎস হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।