ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, জানুয়ারি ২২, ২০২২
পটিয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: পটিয়ায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বালুবোঝাই পিকআপভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাজু চৌধুরী (৪০) নামে একজন নিহত। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন

শনিবার (২২ জানুয়ারি)  সকাল সাড়ে দশটার দিকে  শ্রীমাই সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু চৌধুরী পটিয়া থানার হাইদগাঁও গ্রামের বাসিন্দা।  এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন, সালমা (১৮), সানজানা (১৮) ও আবু আহম্মদ (৬০)।

নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে পটিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সাহাব উদ্দীন বাংলানিউজকে বলেন, পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে কেউ মৃত্যু হয়েছে কিনা এখনও জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।