ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

টিকা পেলেন ৫০০ গণপরিবহন শ্রমিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, জানুয়ারি ২৪, ২০২২
টিকা পেলেন ৫০০ গণপরিবহন শ্রমিক ...

চট্টগ্রাম: হাটহাজারীতে গণপরিবহন শ্রমিকদের কোভিড-১৯ করোনা ভাইরাস রোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে। পর্যায়ক্রমে বহদ্দারহাট, কদমতলী, শুভপুর, অলংকারসহ ৬টি টার্মিনালে শ্রমিকদের টিকা দেওয়া হবে।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ ও চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সার্বিক সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু।  

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাটহাজারী বাসস্ট্যান্ডে ৫০০ শ্রমিককে টিকা দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে বহদ্দারহাট, কদমতলী, শুভপুর, অলংকারসহ ৬টি টার্মিনালে শ্রমিকদের টিকা দেওয়া হবে।

 

এ সময় যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক ফারুক খান, জাফর আলম, এয়ার মোহাম্মদ, মুন্না, আলি হায়দার, জহিরুল আনোয়ার, শ্রমিক নেতা জসিম, মো. হারুনসহ মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।