ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলায় সাইনবোর্ড না লেখায় ১১ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
বাংলায় সাইনবোর্ড না লেখায় ১১ হাজার টাকা জরিমানা ...

চট্টগ্রাম: বাংলায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড না লেখায় জিইসি মোড়ের ফ্লেভারস প্রিমিয়ার সুইটসকে ৫ হাজার, জ্যান্টেল পার্ককে ২ হাজার, আহেলি রেস্টুরেন্টকে ২ হাজার ও ওয়াসা মোড়ের সিজলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযানে নেতৃত্ব দেন।  

একই অভিযানে নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে কাজীর দেউড়ি বাজারের ৪ দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad