ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় শ্যুটারগান, কার্তুজসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
রাঙ্গুনিয়ায় শ্যুটারগান, কার্তুজসহ আটক ১ ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার থেকে দুইটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ মোহাম্মদ ইয়াকুবকে (৫০) আটক করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

মোহাম্মদ ইয়াকুব একই থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদ প্রকাশ বদন হাজির ছেলে।  

মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে পূর্ব কোদালা এলাকায় অভিযান চালিয়ে দুইটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড কার্তুজ এবং দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ ইয়াকুবকে আটক করা হয়।

আটক ইয়াকুব চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র বেচাকেনাসহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ ৪টি মামলা রয়েছে। ইয়াকুবের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।